৩ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করল ক্যারিবীয়রা

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৪

সাহস ডেস্ক

১১৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুতেই দলিয় ১১ রানের মাথায় অধিনায়ক ওপেনার ক্রেগ ব্রাথওয়েটকে হারায় ক্যারিবীয়রা। মাত্র ৬ রান করা ব্রাথওয়েটকে ফেরান নাঈম হাসান। এদিকে নাঈমের পরেই উইকেটের পতন ঘটান মেহেদী হাসান মিরাজ। মাত্র ৭ রান করে মিরাজের বলে আবু জায়েদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন দ্বিতীয় নাম্বারে নামা শেন মোসলে। আর এতেই ধ্রুততম ১০০ উইকেটের রেকর্ড গড়লেন মিরাজ।

তারপরেই আরেক ওপেনার জন ক্যাম্পবেলকে ফেরান তাইজুল ইসলাম। ব্যাক্তিগত ১৮ রানে তাইজুলের বলে আকস্মিক বোল্ড হয়ে ফেরেন ক্যাম্পবেল। তাইজুলের ১৭তম ওভারের চতুর্থ বলটিকে ঠেকাতে গেলেন ক্যাম্পবেল। বল ব্যাটের নিচের কানায় লেগে মাটিতে পড়েই সোজা বাউন্স। সেটিই পেছনে গিয়ে আঘাত হানলো লেগ স্ট্যাম্পে। সাথে সাথেই উল্লাসে মেতে উঠলেন বাংলাদেশের বোলার এবং ফিল্ডাররা। কিন্তু কিছু বুঝতে পারলে না ক্যাম্পবেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন এরপর ক্রিজ ছাড়লেন ক্যাম্পবেল।

এ প্রতিবেদন খেলা পর্যন্ত ক্যারিবীয়দের রান ২১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪১। লিড দাঁড়িয়েছে ১৫৪ রানের। ৮ রান নিয়ে ব্যাট করছেন এনক্রুমাহ বোনার এবং ২ রান নিয়ে ব্যাট করছেন জোমেল ওয়ারিক্যান।

এদিকে প্রথম ইনিংসেই ১১৩ রান পিছিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে তাই যত দ্রুত অলআউট করা যায় ক্যারিবীয়দের, ততই ভালো। সে লক্ষ্যে শুভ সূচনাটা এনে দিয়েছেন নাঈম হাসান। তার ধারাবাহিকতা ধরে রাখার জন্য অধিনায়ক মুমিনুল ইনিংসের ৯ম ওভারেই বোলিংয়ে নিয়ে আসেন মেহেদী হাসান মিরাজকে। বল করতে এসেই দারুন ব্রেক থ্রু এনে দিলেন মিরাজ। এতেই নিজের প্রথম ওভারের তৃতীয় বলে শেন মোজলেকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ধ্রুততম ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ব্রাথওয়েট ৪৭, জন ক্যাম্পবেল ৩৬, এনক্রুমাহ বোনার ৯, জসুয়া দা সিলাভা ৯২ ও আলজারি জোসেফ ৮২ রান। (আবু জায়েদ ও তাইজুল ইসলাম ৪টি করে এবং মেহেদী মিরাজ ও সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।)

বাংলাদেশ প্রথম ইনিংস: তামিম ইকবাল ৪৪, মুমিনুল ২১, মুশফিক ৫৪, লিটন দাস ৭১ ও মেহেদী হাসান মিরাজ ৫৭ রান করেন। (কর্নওয়েল ৫টি, গেব্রিয়েল ৩টি ও আলজারি জোসেফ ২টি উইকেট নেন।)

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ব্রাথওয়েট ৬, জন ক্যাম্পবেল ১৮ ও শেন মোসলে ৭ রান করেন। (নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট নিয়েছেন।) ব্যাটে আছেন এনক্রুমাহ বোনার ৮* ও জমেল ওয়ারিকান ২*।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত