টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারাল বাংলাদেশ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫১

সাহস ডেস্ক

করোনার দীর্ঘ বিরতির প্রায় ১ বছর পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আজ প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে টাইগাররা। এর আগে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটিতেই জিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

বুধবার (৩ জানুয়ারি) চট্টগ্রামে সফরকারী উইন্ডিজ দলের বিপক্ষে শুরুতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ দল।

এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক।

লাঞ্চ ব্রেকের আগে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৯ রান করেছে টাইগাররা।

দলের হয়ে দুই চারে ৯ রান করে কেমার রোচের বলে বোল্ট হয়ে ফিরেন ওপেনার তামিম ইকবাল। এরপরে তিন চারে ২৫ রান করে রান আউট হয়ে ফেরেন নাজমুল হাসান শান্ত। এখন ব্যাটে আছেন সাদমান ইসলাম (৩৩) ও অধিনায়ক মুমিনুল হক (২)।

বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, শাইনে মোসলে, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত