দেশে শনাক্ত ১.৫০ শতাংশ, মৃত্যু ৬

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ১৮:৫১

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪৭ জনে।

একই সময়ে নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ২৯৪ জন। শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ। ফলে দেশে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জনে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়ে উঠেছে ২২৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩২ হাজার ৬৯৫ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৪৩৫টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৫৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ২৯৪ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখ ১ হাজার ৫৯৩টি। মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জন। দেশে প্রথম শনাক্তের পর এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ৬ জনের মধ্যে পুরুষ তিনজন ও নারী তিনজন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে চারজন ও বেসরকারি হাসপাতালে দুইজন মারা যায়। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ একজন, ষাটোর্ধ্ব দুইজন ও ৭০ বছরের বেশি বয়সী দুইজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে ঢাকা বিভাগে চারজন ও চট্টগ্রামে বিভাগের দুইজন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত