দাপিয়ে বেড়াচ্ছে ডেঙ্গু, নির্ধারিত হলো ৬টি হাসপাতাল

প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ২০:০১

সাহস ডেস্ক

রাজধানীসহ সারাদেশে বিদ্যুৎবেগে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে আরও ২৭৬ জন। তাদের মধ্যে রাজধানীতে ২৪৩ এবং ঢাকার বাইরের হাসপাতালে ৩৩ জন। এ নিয়ে সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ৪৮২ জনে। এদিকে চলতি আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৩১৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে ২৩ আগস্ট (সোমবার) এসব তথ্য জানা গেছে। জানা যায়, রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ৫৯ জন ও ঢাকার বাইরে ৮৭ জন চিকিৎসাধীন।

সূত্রে জানা যায়, রাজধানীর বাইরের বিভিন্ন বিভাগে ৮৭ জন ভর্তি হন। সারাদেশে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ২৭৬ জনের মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৮০ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রোগী ভর্তি হন ১৬৩ জন।

পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যু ৩৭। তাদের মধ্যে ১২ জন জুলাই মাসে ও ২৩ আগস্ট পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়।

এছাড়াও রাজধানীসহ সারাদেশের হাসপাতালে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ভর্তি হন মোট আট হাজার ৩৬১ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত হাজার ১৩৪ জন রোগী।

এদিকে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার ফলে সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে ছয়টি হাসপাতালকে ডেঙ্গু চিকিৎসায় নির্ধারিত করা হয়। ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল ছয়টি হলো- স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল, রেলওয়ে জেনারেল হাসপাতাল, আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল, লালকুঠি হাসপাতাল, কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালসহ ঢাকার বাইরে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত