অল্প সময়ের মধ্যে নগরকে ডেঙ্গু মুক্ত করবো: মেয়র আতিক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ১৫:৩৫

সাহস ডেস্ক

মহানগরীকে অল্প সময়ের মধ্যে ডেঙ্গু মুক্ত করবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

৯ আগস্ট (সোমবার) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পরিবহন শ্রমিক এবং দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, 'ঢাকা দক্ষিণ এলাকাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাকে ভোট দিয়ে আপনারা জনপ্রতিনিধি নির্বাচন করেছেন।  তাই আপনাদের নিরাপদে রাখা আমার দায়িত্ব।  আমি সে দায়িত্ব পালন করে যাবো।  অল্প সময়ের মধ্যে  নগরকে ডেঙ্গু মুক্ত করবো।  তবে মনে রাখবেন, এই নগর আমার একার না, সবার।  তাই সবাই একজোট হয়ে কাজ করলে শহরে কোনো সংকট থাকবে না।'

এডিস মশা নির্মূলে সিটি কর্পোরেশনের বিভিন্ন অভিযানের কথা জানিয়ে তিনি বলেন, 'অনেক নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাচ্ছি।  যাদের বাড়িতে এই লার্ভা পাওয়া যাচ্ছে, ভ্রাম্যমাণ আদালত সেসব ভবন মালিককে জরিমানা করছেন।  অথচ আমরা চাইলে খুব সহজে এই এডিসের লার্ভা ধ্বংসে ৫০ টাকার কেরোসিন তেল ছিটালেই লার্ভা জন্মাতে পারে না। নিজ পরিবারকে রক্ষায় প্রত্যেককে নিজ বাড়ি এবং বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে।'

সাহস২৪.কম/জেএস/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত