কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তের রেকর্ড, মৃত্যু ৮

প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ১৫:২৬

সাহস ডেস্ক

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ব্যক্তি নতুন করে করোনা শনাক্ত হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৩৭৩২টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১১৯০ জনের। আক্রান্তের হার ৩১ দশমিক ৯ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ২৭৮।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন নারী এবং পাঁচজন পুরুষ রয়েছেন। এদিকে একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় তিনজন, মনোহরগঞ্জে দুজন এবং ব্রাহ্মণপাড়া, বেবীদ্বার ও দাউদকান্দি উপজেলায় একজন করে মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫০ জনে।

জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, একদিনে এটিই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে গত সোমবার সর্বোচ্চ শনাক্ত হয় ৯২৪ জনের।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৩৫২ জন, আদর্শ সদরের ৩৭ জন, সদর দক্ষিণের ১৬ জন, বুড়িচংয়ে ৫৫ জন, ব্রাহ্মণপাড়ায় ৪২ জন, চান্দিনার ৪৫ জন, চৌদ্দগ্রামের ২৩ জন, দেবীদ্বারের ৫৩ জন, দাউদকান্দির ৬৯ জন, লাকসামের ৭৮ জন, লালমাইর ৪৫ জন, নাঙ্গলকোটের ৬৯ জন, বরুড়ার ৮৬ জন, মনোহরগঞ্জের ৩৪ জন, মুরাদনগরে ৬৮ জন, মেঘনার ২৫ জন, তিতাসে ২৮ জন এবং হোমনা উপজেলার ৫৪ জন রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত