চুয়াডাঙ্গায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৪৪

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ১৪:৩৩

সাহস ডেস্ক

গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকি ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও ৪৪ জন আক্রান্ত হয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৪টি নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২৫ দশমিক ১১ শতাংশ। নতুন আক্রান্ত ৪৪ জনের মধ্যে সদর উপজেলার বাসিন্দা ২৯ জন, আলমডাঙ্গার আট জন ও সাত জনের বাড়ি দামুড়হুদা উপজেলায়।

গতকাল রাতে পর্যন্ত চুয়াডাঙ্গায় সক্রিয় করোনা রোগী ছিলেন দুই হাজার ১১২ জন। এর মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন এক হাজার ৯৭৩ জন ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৩৯ জন।

এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা পাঁচ হাজার ২০৯ জনে দাঁড়াল। জেলায় মোট সুস্থ হয়েছেন দুই হাজার ৯৪৪ জন। মারা গেছেন ১৪৮ জন। চুয়াডাঙ্গায় মারা গেছেন ১৩২ জন। চুয়াডাঙ্গার বাইরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৬ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত