ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় ১৪৮ জনের করোনা শনাক্ত

প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ১৪:৩৫

সাহস ডেস্ক

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪,২৬৫ জনে এবং মারা গেছেন ১০৫ জন।

মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫০ জনের। শনাক্তের হার ৩২ দশমিক ৮৯ শতাংশ। নতুন শনাক্ত রোগীর মধ্যে সদরেই রয়েছে ৮৫ জন। এছাড়া  বালিয়াডাঙ্গীর ১৩ জন, পীরগঞ্জে ২৬, রাণীশংকৈলে ১৪ ও হরিপুরে ১০ জন রয়েছেন। এ পর্যন্ত মোট ২৬৬৫  জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে জেলা ও উপজেলা প্রশাসন প্রায় প্রতিদিনই করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জানান, বুধবার ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ টি মামলায় বিভিন্ন জনকে মোট ১২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত