চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত

প্রকাশ : ৩০ মার্চ ২০২১, ২২:২১

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৯ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরা সকলেই সদর উপজেলার বাসিন্দা। এদের চারজন পুরুষ ও পাঁচজন নারী।

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা সোমবার (২৯ মার্চ) পাঠানো ৩৭ জনের নমূণা ফলাফলে ওই ৯ জন শনাক্ত হন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। এক সপ্তাহ আগে গত ২৩ মার্চ জেলায় সর্বশেষ ৫ জনের করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন জানান, এনিয়ে জেলায় ৮৪৪ জন শনাক্ত হলেন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ৮১০ জন। মারা গেছেন ১৪ জন। জেলায় চিকিৎসাধীন রোগি এখন ২০ জন। এরা সকলেই সদর উপজেলার বাসিন্দা। জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা এখন রোগিশূণ্য।

তিনি জানান, জেলা থেকে এ পর্যন্ত ৭ হাজার ২৭৭ জনের নমূণা সংগৃহীত হয়েছে। এখনও ফলাফল আসেনি ৪০টি নমূণার।

সিভিল সার্জন আরো জানান, জেলায় সোমবার দুপুর পর্যন্ত ৪৫ হাজার ৩০৯ জন কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছেন। নিবন্ধন করেছেন ৫৩ হাজার ৩৭৯ জন। জেলায় এ পর্যন্ত প্রথম চালানের ৪৮ হাজার ডোজ টীকা পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত