জেনে নেই মানব স্বাস্থ্যের জন্য ইলিশ কি উপকার করে?

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৯, ২৩:১২

ইলিশ মানব স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে জানিয়েছেন মৎসবিজ্ঞানীরা।

ড. রহমান জানান, ‘ইলিশ মাছে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, সেলেনিয়াম, জিঙ্ক, পটাশিয়াম। ইলিশ শরীরের জন্য খুবই উপকারি। হৃদযন্ত্র ভালো থাকে, মস্তিষ্কের গঠন ভালো হয়, রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে।’

আসুন জেনে নেই ইলিশ শরীরে যেসব উপকার করে-

১.ইলিশ মাছ খেলে হৃদযন্ত্র ভালো থাকে।

২.মস্তিষ্কের গঠন ভালো হয়।

৩.রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।

৪.বাত বা আর্থারাইটিস কম হয়।

৫.ডিপ্রেশন বা অ্যাংজাইটি ডিসঅর্ডারও কম হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত