গণমাধ্যম ও সংবাদিকদের অসৎ: ট্রাম্প

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৬

সাহস ডেস্ক

গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে এবার অসততার অভিযোগ আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

স্থানীয় সময় ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রায় ৭৭ মিনিট ধরে ট্রাম্প তার সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এ গিয়ে এ অভিযোগ তোলেন।

ট্রাম্প বলেন, দুর্ভাগ্যজনকভাবে ওয়াশিংটন, নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বেশিরভাগ গণমাধ্যম সাধারণ মানুষের কথা বলে না। তারা সুবিধাভোগীদের পক্ষে কথা বলে। 

এরপরই সাংবাদিক সম্পর্কে ট্রাম্প বলেন, সাংবাদিকরা এতটাই অসৎ যে, আমরা যদি গণমাধ্যমের সঙ্গে কথা না বলি তাহলে তারা প্রমাণ করবেন আমরা জনগণের কোনো সেবাই করছি না। 

সংবাদমাধ্যমের অসততা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে উল্লেখ করে তিনি বলেন, টেলিভিশন ছাড়লে, সংবাদপত্র পড়লে মনে হবে সবকিছুতে বিশৃংখলা চলছে। 

ট্রাম্প প্রতিনিয়ত মূলধারার মার্কিন গণমাধ্যমগুলোর সমালোচনা করছেন। নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএনের সাংবাদিকতার মান নিয়ে তিনি প্রশ্ন তুলছেন।

দায়িত্ব নেওয়ার পরপরই সাংবাদিকতাকে তিনি চরম অসৎ শ্রেণির অন্তর্ভুক্ত পেশা বলে তোপ দাগেন।

তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত