বিশ্বে করোনায় আক্রান্ত ৬০ কোটি ৬৫ লাখ ছাড়ল

প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ১১:৩২

আন্তর্জাতিক ডেস্ক
ছবি : করোনা আক্রান্ত ব্যাক্তির মৃতদেহ।

বিশ্বে ৬০ কোটি ৬৫ লাখেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বৈশ্বিক ডাটা অনুযায়ী, মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ৪৬১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ৮৯ হাজার ৮৫৫ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৬০ লাখ ৯১ হাজার ১২০ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৬৯ হাজার ৪৯৯ জন। বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৬৭১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৭৯৯ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক কার্যালয়গুলোর পরিপ্রেক্ষিতে ইউরোপ এবং আমেরিকা এ পর্যন্ত ২০ কোটি ৯ লাখ  এবং  ১৫ কোটি এক লাখেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছে, এর পাশাপাশি যথাক্রমে ১৯ লাখ ৬৫ হাজার ৭৮৬ এবং  ২৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনের মৃত্যু হয়েছে,  প্রতিবেদন সিনহুয়া। বিশ্বের অন্য দেশের তুলনায় এই দুটি দেশে আক্রান্ত ৭২ শতাংশের এবং মৃত্যুর ৭৫ শতাংশেরও বেশি।

সোমবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুশূন্য দিন পার করল বাংলাদেশ। এই সময়ে নতুন করে ২৪৩ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ১১ হাজার ৫৬০ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় শনাক্তের হার চার দশমিক ৭৪ শতাংশ। মোট পরীক্ষায় এই পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৭৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৮৯৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ।

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত