যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

প্রকাশ : ০২ জুন ২০২২, ১৪:৫২

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রে ওকলাহোমার একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় বুধবার (১ জুন) অঙ্গরাজ্যের তুলসার সেন্ট ফ্রান্সিস হাসপাতালে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২ জুন) মার্কিন পুলিশের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, রাইফেল ও হ্যান্ডগান নিয়ে তুলসা শহরের একটি হাসপাতালে সশস্ত্র এক ব্যক্তি হামলা চালায়। এতে প্রাণহানির এই ঘটনা ঘটে। এছাড়া স্থানীয় সময় বিকাল ৪টা ৫২ মিনিটে পুলিশ এ সংক্রান্ত একটি কল পেয়েছে এবং তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছে বলে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গুলিতে চারজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বন্দুকধারীর পরিচয় বের করার চেষ্টা করছে পুলিশ। তার বয়স ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। বন্দুকধারীর হাতে রাইফেল ও পিস্তল ছিলো। পুলিশ আরও জানায়, গোলাগুলির খবর পাওয়ার তিন মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মিনিট পাঁচেক পরই হামলাকারীকে শনাক্ত করে তারা। 

সাহস২৪.কম/এআর/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত