আলোচনা চলমান সত্ত্বেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত

প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ১৪:২২

সাহস ডেস্ক

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সোমবার চতুর্থ দফার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। তবে আজ মঙ্গলবার দুই পক্ষ আবারও আলোচনায় বসবেন বলে জানা গেছে। এদিকে রুশ বাহিনী রাজধানী কিয়েভসহ সারা দেশের অন্যান্য শহরগুলোতে হামলা অব্যাহত রেখেছে।

এমন পরিস্থিতির বর্ণনায় রেড ক্রস বলছে, বেসামরিক নাগরিকদের জন্য ‘দুঃস্বপ্নের চেয়ে কম কিছু’ নয় এটা।

এদিকে, ১৬০টি বেসামরিক গাড়ির একটি কনভয় নিরাপদ করিডোর ধরে মারিউপোল ছেড়েছে। সিটি কাউন্সিল জানিয়েছে, দেড় সপ্তাহের প্রাণঘাতী অবরোধে আশার একটি ক্ষীণ ঝলক দেখা গেলেও মানুষ খাদ্য, পানি, উষ্ণতা ও ওষুধের জন্য মরিয়া হয়ে উঠেছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া দুই দেশের মধ্যকার সর্বশেষ আলোচনাটি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে চতুর্থ দফার বৈঠক ছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সহকারী বলেছেন, আলোচকরা ‘একটি টেকনিকাল বিরতি’ নিয়েছিলেন এবং মঙ্গলবার আবার বৈঠক করার পরিকল্পনা রয়েছে।

গত কয়েকদিন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ব্যাপারে দুই পক্ষ কিছুটা আশাবাদ ব্যক্ত করেছে।

জেলেনস্কির সহকারী মিখাইল পোডোলিয়াক বলেছেন, ‘রাশিয়া আমাদের প্রস্তাবগুলো মনোযোগ সহকারে শুনছে।

তিনি সোমবার টুইটে জানিয়েছেন, প্রতিনিধিরা ‘শান্তি, যুদ্ধবিরতি, অবিলম্বে সেনা প্রত্যাহার ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত