মানবিক করিডোর ও ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি চায় ইউক্রেন

প্রকাশ : ১০ মার্চ ২০২২, ১৯:৩২

সাহস ডেস্ক

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, এই মুহুর্তে দু’টি কাজ অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। একটি হলো মারিউপোলে মানবিক করিডোর স্থাপন করা এবং ২৪ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি কার্যকর করা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সাথে বৈঠকের পর একথা বলেন তিনি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন যে, রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরভ ক্রেমলিনে সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের কাছে তার বার্তা পৌঁছে দেবেন, যেন মারিউপোলে মানবিক করিডোর স্থাপনের জন্য কাজ শুরু করা হয়।

তিনি আরো বলেন, এই যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব নয় যদি রাশিয়ার যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্য না থাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত