মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে হাজারেরও বেশি মানুষ নিহত: জাতিসংঘ

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০০

সাহস ডেস্ক

এক বছর আগে ঘটানো মিয়ানমারের সামরিক অভ্যুত্থান পরবর্তী মানবতা বিরোধী বিভিন্ন অপরাধ ও যুদ্ধাপরাধে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারে। গতকাল সোমবার একথা জানিয়েছেন জাতিসংঘ তদন্ত কর্মকর্তারা। খবর- এএফপি’র।

ইউনাইটেড ন্যাশনস ইন্ডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার’র প্রধান নিকোলাস কৌমজিয়ান এক বিবৃতিতে বলেছেন, গত বছর পাওয়া এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের কারণে সৃষ্ট বিশৃংখলাপূর্ণ পরিস্থিতিতে দেশটিতে এক হাজারেরও  বেশি মানুষ নিহত হয়েছে, যা মানবতা বিরোধী বা যুদ্ধাপরাধের সামিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত