ব্রাজিলের প্রেসিডেন্টকে অপসারণের দাবিতে বিক্ষোভ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ১২:৫৪

সাহস ডেস্ক
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে অপসারণের দাবিতে রাস্তায় নেমেছে দেশটির হাজার হাজার মানুষ | ছবি: এএফপি

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে অপসারণের দাবিতে রাস্তায় নেমেছে দেশটির হাজার হাজার মানুষ।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সাধারণ নির্বাচনের যখন আর  একবছর বাকি তখন এই মিছিলে নেতৃত্ব দিচ্ছে বিরোধী দল ও ট্রেড ইউনিয়ন। স্থানীয় সময় গতকাল শনিবার ব্রাজিলের ১৬০টির বেশি শহরে এই বিক্ষোভ হয়।

অ্যাটলাস ইনস্টিটিউটের একটি জরিপে দেখানো হয়েছে, জনসমর্থনে পিছিয়ে পড়েছেন বলসোনারো। দেশ পরিচালনায় বলসোনারোর সরকারের সক্ষমতা খারাপ অথবা খুব খারাপ মনে করেন ৬১ শতাংশ জনগণ। তিনি যখন ২০১৯ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করেন, তখন তাঁর সরকারের কর্মক্ষমতা খারাপ মনে করতেন ২৩ শতাংশ ব্রাজিলীয়।

করোনা মহামারি মোকাবিলায় প্রেসিডেন্ট বলসোনারোর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ব্রাজিলের অনেক মানুষ। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ছয় লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ভালদো অলিভেইরা নামের এক বিক্ষোভকারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিশ্বের পিছিয়ে থাকা সবকিছুর প্রতিনিধিত্ব করছেন এই প্রেসিডেন্ট (বলসোনারো)। এখানে ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি রয়েছে। আমরা গণতন্ত্র রক্ষার জন্য (আজ) সমবেত হয়েছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত