১২ দেশের ওপর পাকিস্তানের ভ্রমণ নিষেধাজ্ঞা

প্রকাশ : ২২ মার্চ ২০২১, ০২:৫৪

সাহস ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১২ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। বিভিন্ন দেশকে এ, বি ও সি- তিন ক্যাটাগরিতে ভাগ করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে পাওয়া করোনাভাইরাসের নতুন ধরন সম্প্রতি পাকিস্তানে ছড়িয়ে পড়ায় দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএ) এ ঘোষণা দিয়েছে।

এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, এর মধ্যে সি ক্যাটাগরিতে থাকা ১২টির দেশের ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। তবে, পাকিস্তানি পাসপোর্টধারী, পাকিস্তানের জাতীয় পরিচয়পত্রধারী প্রবাসী ও সাবেক পাকিস্তানী নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন।

সি ক্যাটাগরিতে থাকা দেশগুলো হল- বতসোয়ানা, ব্রাজিল, কলম্বিয়া, কোমোরোস, ঘানা, কেনিয়া, মোজাম্বিক, পেরু, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া ও জাম্বিয়া।

ক্যাটাগরি এ’তে থাকা দেশগুলো থেকে আগত যাত্রীদের পাকিস্তানে প্রবেশের আগে করোনাভাইরাস পরীক্ষার প্রয়োজন নেই।

ক্যাটাগরি এ’তে থাকা দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, ভুটান, চীন, ফিজি, জাপান, কাজাখস্তান, লাওস, মঙ্গোলিয়া, মৌরিতানিয়া, মরক্কো, মিয়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, ত্রিনিদাদ ও টোবাগো এবং ভিয়েতনাম।

নির্দেশনায় বলা হয়, যেসব দেশ ক্যাটাগরি এ বা সি কোনোটিতেই নেই তারা ক্যাটাগরি বি’তে পড়বে। ক্যাটাগরি বি ও সি’তে থাকা দেশগুলোর ক্ষেত্রে পাকিস্তান ভ্রমণের জন্য করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল থাকা বাধ্যতামূলক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত