‘মহানবীকে (স.) অবমাননা, ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি পত্রিকা’

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৮

সাহস ডেস্ক

পশ্চিম এশিয়াকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের অশুভ পরিকল্পনা থেকে এই অঞ্চলের বিভিন্ন জাতি ও সরকারগুলোর দৃষ্টিকে ভিন্ন দিকে সরিয়ে নেয়ার উদ্দেশ্যেই এ সময়টা মহানবী হযরত মুহাম্মদকে (স.) অবমাননার জন্য বেছে নেয়া হয়ে থাকতে পারে বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে একথা বলেন আয়াতুল্লাহ খামেনি।

তিনি বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মহানবী হজরত মুহাম্মদকে (সা.) অবমাননা করে ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি পত্রিকা।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তাদের এ পদক্ষেপের মধ্য দিয়ে ইসলাম ধর্ম ও মুসলিম জাতির সঙ্গে পাশ্চাত্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর হিংসা-বিদ্বেষের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে।

তিনি বলেন, বাকস্বাধীনতার অজুহাত দেখিয়ে ফ্রান্সের কোনো কোনো রাজনীতিবিদ এ মহাঅপরাধের নিন্দা পর্যন্ত জানাননি। তাদের এ অজুহাত অগ্রহণযোগ্য ও ভুল। এর মাধ্যমে তারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে।

আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, ইহুদিবাদী গোষ্ঠী ও সাম্রাজ্যবাদী সরকারগুলোর ইসলামবিরোধী কঠোর নীতির কারণে মাঝে মধ্যেই এ ধরনের বিদ্বেষী ঘটনা ঘটছে।

সূত্র: তাসনিম নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত