লাদাখে ফের উত্তেজনা

প্রকাশ : ৩১ আগস্ট ২০২০, ১৮:০৩

সাহস ডেস্ক

লাদাখে ফের উত্তেজনা। ২৯-৩০ আগস্টের দিবাগত রাতে প্যাংগং লেকের দক্ষিণে নতুন এক অঞ্চলে চীনা ফৌজ স্থিতাবস্থা নষ্ট করতে এগোচ্ছিল। তাদের সেই আগ্রাসন ভারতীয় জওয়ানেরা ব্যর্থ করে দিয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সংস্থা এএনআইকে একথা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনী জানান, উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হলেও দুই বাহিনীর মধ্যে শারীরিক সংঘর্ষ ঘটেনি। চীনা ফৌজ স্থিতাবস্থা লঙ্ঘন করতে কী করেছিল, তা-ও স্পষ্ট করা হয়নি।

লাদাখে নতুন এই অশান্তির পর দুই দেশের সেনা কর্তাদের মধ্যে বৈঠক শুরু হয়েছে। বৈঠক হচ্ছে চুসুলে। ব্রিগেড কমান্ডারদের মধ্যে।

ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ কর্তা কর্নেল আমন আনন্দ জানান, ‘প্যাংগং লেকের যে অঞ্চলে স্থিতাবস্থা লঙ্ঘন করে চীন তার আধিপত্য কায়েম করতে চাইছে, তা নতুন। গত জুন মাসের সংঘর্ষের সময় ওই অঞ্চল বিতর্কিত ছিল না।’

তিনি আরও জানান, ‘জুন মাসের সংঘর্ষের পর সামরিক ও কূটনৈতিক পর্যায়ে সংঘাত এড়াতে একটা বোঝাপড়া সম্ভব হয়েছিল। কিন্তু তা অমান্য করে ২৯-৩০ আগস্টের দিবাগত রাতে চীনা সেনারা স্থিতাবস্থা নষ্ট করতে প্ররোচনা দিতে থাকেন।’

প্ররোচনার চরিত্র ব্যাখ্যা না করে কর্নেল আনন্দ জানান, ‘ভারতীয় বাহিনী চীনাদের ওই চেষ্টা বানচাল করে দিয়েছে। প্যাংগং লেকের দক্ষিণ অঞ্চলে ভারতীয় বাহিনী তাদের অবস্থান মজবুত করেছে। আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।’

পূর্ব লাদাখের প্যাংগং লেক ঘিরে সীমান্ত বরাবর যে অশান্তি সৃষ্টি হয়েছিল, তার অবসানে ও সংঘর্ষ-পূর্ববর্তী অবস্থানে দুই দেশের বাহিনীকে ফিরে যেতে দুই দেশের মধ্যে সামরিক স্তরে পাঁচবার বৈঠক হয়েছে। আলোচনা হয়েছে কূটনৈতিক স্তরেও। কিন্তু এখন পর্যন্ত সমাধানসূত্র বের হয়নি।

এই অচলাবস্থার মধ্যেই দেশের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন, ‘আলোচনার মধ্য দিয়ে অচলাবস্থা না কাটলে ও সমাধান না হলে সামরিক উপায় একমাত্র পথ।’

জুন মাসের পর থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে। নজর দেওয়া হচ্ছে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে। বছরভর সেনা অবস্থানের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: এএনআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত