পুতিন, শি জিনপিং ও এরদোয়ান বিশ্ব দাবাড়ু: ট্রাম্প

প্রকাশ : ১৮ আগস্ট ২০২০, ২০:৪০

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমার শেখা থেকে বলছি, একটা কথা শুনে রাখুন— রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বিশ্বমানের দাবাড়ু।’

সোমবার (১৭ আগস্ট) ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে একথা বলেন ট্রাম্প। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাশিয়ান সংবাদ সংস্থা তাস এ খবর প্রকাশ করেছে।

ট্রাম্প বলেন, ‘এই তিন দাবাড়ু জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। বাইডেন সম-অংশীদারিত্বের ভিত্তিতে তাদের সঙ্গে কাজ করতে পারবেন না। বাইডেন তার সেরা বছরগুলোতেও এ বিষয়ে দক্ষতা দেখাতে পারেননি।’

ইরানও জো বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় দাবি করে ট্রাম্প আরও বলেন, ‘তিনি ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত না হলে চীন যুক্তরাষ্ট্রকে তাদের মালিকানায় নিয়ে নেবে।’

উল্লেখ্য, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত