করোনায় আক্রান্ত এক কোটিরও বেশি মানুষ

প্রকাশ : ২৮ জুন ২০২০, ০৩:১৫

সাহস ডেস্ক

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসজনিত কোভিড-১৯ এক কোটিরও বেশি মানুষের দেহে সংক্রমিত হয়েছে। ইতোমধ্যে মারা গেছেন ৪ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, অনেকে দেশে করোনার সংক্রমণের মাত্রা মারাত্মক ঊর্ধ্বমুখী। তাই করোনা প্রতিরোধের পদক্ষেপ দ্বিগুণ করতে হবে।

রবিবার (২৮ জুন) বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫৪ লাখ ৮ হাজার ৭১১ জন সুস্থ হয়ে উঠেছে এবং চার লাখ ৯৮ হাজার ৭২০ জন রোগী মারা গেছে।

এখন প্রকোপ চলছে আমেরিকা ও দক্ষিণ এশিয়ায়। ইউরোপের কিছু দেশেও ফের ভাইরাসটির সংক্রমণ বেড়েছে। নতুন করে আক্রান্তের রেকর্ড হয়েছে চীন জপানেও। ফলে দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

টানা তিনদিন আক্রান্তে রেকর্ডের পর সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা এখন ২৫ লাখ ৮০ হাজারের বেশি। সেখানে মারা গেছে ১ লাখ ২৭ হাজার ৯০০-এর বেশি মানুষ। বিশ্বে সংক্রমণ-মৃত্যুতে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত প্রায় ১৩ লাখের মধ্যে ৫৬ হাজারের বেশি মারা গেছে।

এদিকে নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে সর্বমোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৯৫ জনে। নতুন করে ৩ হাজার ৫০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৩ হাজার ৯৭৮ জনে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত