ফিলিস্তিনে পুরনো মুসলিম কবরস্থান গুড়িয়ে দিয়েছে ইসরাইল

প্রকাশ : ১৫ জুন ২০২০, ১৭:৪৩

সাহস ডেস্ক

ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল আজ ফিলিস্তিনের বন্দর নগরী জাফার একটি প্রাচীন কবরস্থান গুড়িয়ে দিয়ে সেখানে বসতি গড়ার কাজ শুরু করেছে।

আজ ১৫ জুন (সোমবার) সকাল থেকে কবরস্থানটি দখলদার ইসরাইল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে থাকে। শত শত কবর মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়।

আল-আসাফ নামে ওই মুসলিম কবরস্থানটি অটোমান সাম্রাজ্যের আমলে গড়ে উঠে। ১৯৪৮ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে জাফার কর্তৃত্ব ইসরাইলের হাতে চলে যায়।

তেলআবিব নগরীর তত্ত্বাবধানে এখন চলছে জাফা। নগরীতে জুমার নামাজের ওপর বিধিনিষেধ আরোপ এবং কবরস্থানটি ভেঙে ফেলার নোটিস জারির পর থেকে গত এক সপ্তাহ ধরে ওই বন্দর নগরী ফিলিস্তিনিদের বিক্ষোভে উত্তাল হয়ে আছে।

জেরুজালেমের আল-আকসা মসজিদের ইমাম শেখ ইকরিমা সাবরি এ ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্বতা ঘোষণা করেছেন।

ইসরাইলি পার্লামেন্ট নেসেটের আরব সদস্য সামি আবু শেহাডেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে ফিলিস্তিনি আন্দোলনকারীদের প্রতি তার সমর্থন জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত