করোনাভাইরাস: মৃত্যুর সংখ্যা ১৫শ, আক্রান্ত ৬৭ হাজার

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৯

সাহস ডেস্ক

মরণঘাতী করোনাভাইরাসে সময়ের সাথে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে লাশের সারি। মৃত ও আক্রান্তের সংখ্যা কোনোভাবেই হ্রাস পাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় মহামারি আকার ধারণ করা এ ভাইরাসে নতুন করে এক জাপানিসহ ১৪৩ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ভাইরাসের কারণ সৃষ্ট রোগের নাম দিয়েছে কোভিন্ড-১৯।

এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে আজ শনিবার পর্যন্ত ১ হাজার ৫২৩ জনের প্রাণ ঝড়লো (যদিও সংখ্যা নিয়ে রয়েছে বিতর্ক)। যাদের অধিকাংশই ভাইরাসটির উৎপত্তিস্থল হুবেই প্রদেশের।

আজ ১৫ ফেব্রুয়ারি (শনিবার) চীনের জাতীয় স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শনিবার পাওয়া করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সর্বশেষ তথ্য তুলে ধরা হলো:

চীন: দেশটির মূল ভূখণ্ডে ১ হাজার ৫২৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৪৯২ জন। যাদের বেশিরভাগই হুবেই প্রদেশের যেখানে প্রাণঘাতি এ ভাইরাসটির উৎপত্তি হয়েছিল।

হংকং: আক্রান্ত ৫৬ জন, মৃত্যু একজন।

ম্যাকাও: আক্রান্ত ১০ জন।

জাপান: দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত দেশটিতে ২৫৯ জন আক্রান্ত হয়েছেন এবং একজন মারা গেছেন। আক্রান্ত ২৫৯ জনের মধ্যে ২১৮ জনেই ইয়োকোহামা বন্দরে নোঙ্গর করা প্রিন্সেস ডায়মন্ড নামের জাহাজের যাত্রী।

সিঙ্গাপুর: আক্রান্ত ৬৭

থাইল্যান্ড: ৩৩

দক্ষিণ কোরিয়া: ২৮

মালয়েশিয়া: ১৯

তাইওয়ান: ১৮

ভিয়েতনাম: ১৬

জার্মানি: ১৬

যুক্তরাষ্ট্র: বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশটিতে ১৫ জন নাগরিক এ রোগে আক্রান্ত হয়েছেন। চীনে থাকা তাদের এক নাগরিকের মৃত্যু হয়েছে।

অস্ট্রেলিয়া: ওশেনিয়া মহাদেশের দেশটিতে ১৪ জন আক্রান্ত হয়েছেন।

ফ্রান্স: ১১

যুক্তরাজ্য: ৯

সংযুক্ত আরব আমিরাত: ৮

কানাডা: ৮

ফিলিপাইন্স: আক্রান্ত ৩ জন, একজনের মৃত্যু

ভারত: আক্রান্ত ৩

ইতালি: ৩

রাশিয়া: ২

স্পেন: ২

বেলজিয়াম: ১

নেপাল: ১

শ্রীলংকা: ১

সুইডেন: ১

কম্বোডিয়া: ১

ফিনল্যান্ড: ১

মিশর: ১

অন্যদিকে, মরণঘাতী করোনা ভাইরাসে সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এর আগেও সিঙ্গাপুরে থাকা দুই বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হন। যার ফলে এখন দেশটিতে করোনাক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে।

খবর- বিবিসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত