ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ১০৯

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৪

সাহস ডেস্ক

ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিলো তাতে আহত মার্কিন সেনাদের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ সংখ্যা ১০০’র বেশি বলে জানা গেছে। এসব সেনারা সবাই ব্রেইন ইনজুরিতে ভুগছে।

গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ড্রোন হামলা চালিয়ে কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। সোলাইমানি হত্যার বদলা নিতে গত ৮ জানুয়ারি মার্কিন সেনা ঘাঁটিতে ওই হামলা চালায় ইরান।

ইরান যখন আইন আল-আসাদ ঘাঁটিতে হামলা চালায়, তখন কোনো মার্কিন সেনা নিহত কিংবা তাৎক্ষণিকভাবে আহত হওয়ার ঘটনা ঘটেনি। 

পেন্টাগন এক বিবৃতিতে বলছে, ১০৯ মার্কিন মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় আক্রান্ত হয়েছে। তবে তাদের মধ্যে ৭৬ জন চিকিৎসা শেষে দায়িত্বে ফিরেছেন।

সিএনএন বলছে, পেন্টাগনের কয়েকজন কর্মকর্তা গত মাসে জানিয়েছিলেন যে, ব্রেইন ইনজুরিতে ভোগা সেনার সংখ্যা বেড়েই চলতে পারে কারণ ইরানি হামলার সময় আইন আল-আসাদ ঘাঁটিতে ২০০ সেনা অবস্থান করছিল। এসব সেনার কিছু ইউরোপে এবং কিছু আমেরিকায় ফেরত নেয়া হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ব্রেইন ইনজুরিকে তিনি মারাত্মক কোনো শারীরিক ক্ষত বা আঘাত বলে মনে করেন না। সে সময় তিনি ইরাকে মার্কিন সেনাদের গুরুতর আহত হওয়ার কথাও অস্বীকার করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত