করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১১:২১

সাহস ডেস্ক

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৯৪ জনই হুবেই প্রদেশের। এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৮০ জন।

পুরো চীনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ২ হাজার ৫শত ৯০জন আক্রান্ত হয়েছেন। এদিকে করোনা ভাইরাসের কারণে চীন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বিভিন্ন দেশ।

হুবেই প্রদেশে নববর্ষের ছুটি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এমনকি জনসমাগম এড়াতে বিয়েও নিষিদ্ধ করা হয়েছে সেখানে।

‘অ্যাপল’ চীনে তাদের সব শো-রুম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য তাদের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে। চীন ভ্রমণ করা বিদেশীদের নিজ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। রাশিয়া, জাপান, পাকিস্তান ও ইতালিও একই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে করোনা ভাইরাস নিয়ে ইতিমধ্যে পুরো বিশ্বে জরুরি অবস্থার ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

চীন থেকে দেশে ফিরেছে ৩শ’ ১২ জন বাংলাদেশি। গতকাল বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ফেরা নাগরিকদের আশকোনা হাজি ক্যাম্পে রাখা হয়েছে। এদের মধ্যে ৭ নাগরিকের জ্বর থাকায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও সিএমএইচে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত