করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের ৫ জন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২০, ১৬:৩৪

সাহস ডেস্ক

দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এই ভাইরাসটি সুদূর যুক্তরাষ্ট্রেও হানা দিয়েছে। এ পর্যন্ত মোট ৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সম্প্রতি ওই ৫ জনই চীনের উহান শহর সফর করেছিলেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে চীনের ওই শহরটি থেকেই। সূত্র: রয়টার্স।

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস ও ফনেক্স শহরে দুইজনের দেহে জীবাণু সনাক্ত করা হয়েছে। এর আগে শিকাগো ও শিয়াটলের মোট তিনজন এই ভাইরাসে আক্রান্ত হয়।

তবে যুক্তরাষ্ট্রের আরো বেশি সংখ্যক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হবেন বলে আশঙ্কা করেছেন National Center for Immunization and Respiratory Diseases (CDC)’র পরিচালক ন্যান্সি ম্যাসনিয়ের।

চীনে অনেকটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়ে দেশটিতে ৮০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে হুবাই প্রদেশেই মারা গেছে ৭৬ জন। এছাড়া বাকি চারজন অন্যান্য শহরের বাসিন্দা। এছাড়া চীনে এই ভাইরাসে আরো ২৭৪৪ জন আক্রান্ত হয়েছেন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত