ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২০, ১৭:৫৩

সাহস ডেস্ক

মার্কিন হামলায় ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে ইরাক থেকে সেনা প্রত্যাহারের কোন ইচ্ছা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরাক সরকারের পক্ষ থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার বিষয়ে অনুরোধের জবাবে ওয়াশিংটনের পক্ষ থেকে এমনটি জানানো হয়। সেনা আরো বাড়ানোর পরিকল্পনার কথাও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে ফোনালাপে ইরাক পার্লামেন্টে পাস হওয়া বিলের ভিত্তিতে সেনা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করেন ইরাকি প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি । তবে মার্কিন সরকারের পক্ষ থেকে ইরাকে সেনা মোতায়েনের বিষয়টিকে সঠিক বলে দাবি করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত