পুয়ের্তো রিকোতে ভূমিকম্পে বিদ্যুৎবিহীন ৩০ লাখ মানুষ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২০, ১৩:৩৭

সাহস ডেস্ক

ক্যারাবিয়ান অঞ্চলের দেশ পুয়ের্তো রিকোতে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে আঘাত হানে। ভয়াবহ ভূমিকম্পের পর বিদ্যুৎবিহীন অবস্থায় দিনযাপন করছে অর্ধেকের বেশি মানুষ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে পুয়ের্তো রিকোতে  পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। পরে আরো একাধিকবার ভূকম্পন অনুভূত হয় এই ক্যারাবিয়ান দ্বীপটিতে। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে সেখানকার হাজার হাজার মানুষ। এছাড়া ফের ভূমিকম্পের আশঙ্কায় ঘরে ফেরননি আতঙ্কিত বহু মানুষ।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ভয়াবহ ওই ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ ভূমিকম্পে ভেঙে পড়েছে আরো ৩ শতাধিক ঘরবাড়ি।

ভূমিকেম্পর কারণে দেশটির বিদ্যু ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে বিদ্যুবিহীন অবস্থায় দিনযাপন করছেন দেশটির ৩০ লাখ মানুষ। এটি পুয়ের্তো রিকোর অর্ধেক জনগোষ্ঠী।

ভূমিকম্পের একদিন পরও সেখানকার লোকজনের আতঙ্ক কাটেনি। ফলে আরো ভূমিকম্পের আশঙ্কায় বুধবার রাতে ঘরের বাইরে রাত কাটিয়েছে হাজার হাজার মানুষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত