প্রাণীরা মানুষ দেখলেই জড়িয়ে ধরছে

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২০, ১২:২৬

সাহস ডেস্ক

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যে দাবানল অনেক চেষ্টা করেও থামানো যাচ্ছে না। ভয়াবহ দাবানলে নিহত হয়েছেন অন্তত ৩০ জন মানুষ। তবে দাবানলের কারণে সবচেয়ে বিপদে আছে বন্যপ্রাণীরা।

দীর্ঘ দুই মাস ধরে চলা দাবানলে ইতোমধ্যে প্রায় ৫০ কোটি বন্যপ্রাণী মারা গেছে। আগুন এসব বন্যপ্রাণীদের চারদিক থেকে এমনভাবে ঘিরে ধরছে যে, পালানোর সুযোগটাও পাচ্ছে না।

এসব দুর্গত প্রাণীদের আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়ার মানুষজন। তাদের চিকিৎসা এবং খাবারের ব্যবস্থাও করে দিচ্ছে অস্ট্রেলিয়ানরা। ভয়ার্ত প্রাণীগুলো মানুষ দেখলেই এখন জড়িয়ে ধরছে! দগ্ধ-অর্ধদগ্ধ প্রাণীগুলোর ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে বিশ্ব মিডিয়ায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত