কম্বোডিয়ায় ভবন ধসে নিহত বেড়ে ৩৬

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২০, ১৬:৪০

সাহস ডেস্ক

কম্বোডিয়ায় একটি বহুতল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ২৩ জন।

দেশটির কর্মকর্তারা জানান, শুক্রবার (৩ ডিসেম্বর) রাজধানী নম পেন থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে উপকূলীয় শহর কেপে সাত তলা ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে নির্মাণ শ্রমিকরা আটকা পড়েছিলেন। দুদিন পর রোববার উদ্ধার অভিযান শেষ হয়েছে।

জানা যায়, নিহতদের মধ্যে ছয় শিশু ও ১৪ নারী রয়েছে। তবে নির্মাণাধীন ভবনে শিশুরা কেন ছিল সে বিষয়ে কিছু বলা হয়নি।

কেপের গভর্নর কেন সাথা জানান, জিজ্ঞাসাবাদের জন্য ভবনটির মালিক এক কম্বোডীয় দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে দেশটির সিহানুক প্রদেশের প্রিহা নামক এলাকায় একটি নির্মাণাধীন ভবন ধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার রেশ না কাটতেই ফের ভবন ধসের কবলে পড়ল কম্বোডিয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত