কাশ্মীরে এসএমএস-ইন্টারনেট সেবা চালু

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২০, ১২:৪৩

সাহস ডেস্ক

প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর কাশ্মীরে আবারো মোবাইল এসএমএস সেবা চালু হতে যাচ্ছে। অঞ্চলটির সব সরকারি হাসপাতাল ও স্কুলে মোবাইল ইন্টারনেট চালু করা হবে।

দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা মোবাইল ইন্টারনেট ও এসএমএস সেবা চালুর উদ্যোগ নিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মধ্যরাত থেকে সেবা দুটি চালু হবে।

জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পর সেখানে যোগাযোগের ওপর কড়াকড়ি আরোপ করা হয়। বন্ধ করে দেওয়া হয় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা। এরপর কিছু জায়গায় এসব সেবা চালুর খবর পাওয়া গেলেও আবারও সেগুলো বন্ধ করা হয়।

জম্মু-কাশ্মীরে আরোপিত কিছু নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে নিচ্ছে অঞ্চলটির প্রশাসন। এরই মধ্যে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং বাকিগুলোও তুলে নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত