ভারতের পশ্চিমবঙ্গে ভূমিকম্পের আঘাত

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৩:০২

সাহস ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে একটি মৃদু মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ৩ দশমিক ২ মাত্রার কম্পনটি অনুভূত হয়। এর পরপরই জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকেই ঘর ছেড়ে সড়কে চলে আসেন। কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩২ কিমি গভীরে।

এদিকে কম্পন অনুভূত হয়েছে পার্শ্ববর্তী নেপাল সীমান্ত এবং হিমাচল প্রদেশ লাগোয়া আরেক রাজ্য উত্তরখণ্ডেও। একই দিন রাত ৮টার দিকে সেখানেও কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৫। সেখানকার লোকজনও ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে পড়েন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত