ইরানি কন্স্যুলেট ভবনে অগ্নিসংযোগ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৯, ১২:০০

সাহস ডেস্ক

ইরাকের পবিত্র নাজাফ শহরে ইরানের কন্স্যুলেট ভবনে কয়েকজন দুষ্কৃতকারী আগুন দিয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। ঘটনার পর নাজাফ শহরে কারফিউ জারি করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) রাতে বিক্ষোভকারীদের একটি দল পবিত্র নাজাফ শহরে অবিস্থিত ইরানি কনস্যুলেট ভবনে ঢুকে পড়ে। তারা ভবন থেকে ইরানি পতাকা নামিয়ে সেখানে ইরাকের পত্তাকা টাঙিয়ে দেয়। এরপর তারা গোটা ভবনে আগুন ধরিয়ে দেয়।

ইরাকি পুলিশ জানিয়েছে, মুখোশধারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছে। কন্স্যুলেট ভবনে আগুন দেয়ার পরপরই ইরাক সরকার নাজাফ শহর এবং পার্শ্ববর্তী এলাকায় কারফিউ জারি করে।

প্রসঙ্গত, ইরাক সরকারের ওপর শিয়াপন্থি ইরানের ভালো প্রভাব রয়েছে। ইরান-সমর্থিত রাজনৈতিক দলগুলি এবং আধাসামরিক দলগুলি ইরাকের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংসদে আধিপত্য বিস্তার করে আছে। সম্ভবত এ কারণেই বিক্ষোভকারীরা ইরানি কনস্যুলেটে হামলা করেছে।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত