আলবেনিয়ায় ভূমিকম্পে নিহত ২১

প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৯, ১১:৫৩

সাহস ডেস্ক

আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২১-এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ৩৫০ জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মঙ্গলবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় সকালের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তি আলবেনিয়ার রাজধানী তিরানা থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত বন্দর নগরী ডারেসে।

এক বিবৃতিতে বলা হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভয়াবহ এই ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এখনো উদ্ধার অভিযান চলছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভূমিকম্পের কারণে আলবেনিয়ার তিনটি প্রধান শহর রাজধানী তিরানা, লেঝে এবং ডারেসে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত