ক্যামেরুনে বন্যা-ভূমিধসে নিহত ৪২

প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৯, ১২:৫৯

সাহস ডেস্ক

ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার কারণে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ অন্তত ৪২ জনের প্রাণহানি হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে ভারী বৃষ্টিপাতের কারণে বাফুসাম শহরে আকস্মিক এই ভূমিধসের ঘটনা ঘটে। যদিও উদ্ধার কর্মীরা এখন পর্যন্ত দুর্ঘটনা কবলিতদের উদ্ধারের অভিযান চালিয়ে যাচ্ছে।

তবে দুর্ঘটনায় আক্রান্ত অনেক লোকই এখনো মাটির নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা কর্তৃপক্ষের। এখন পর্যন্ত অনেকগুলো জীবিত এবং মৃত লোকজনকে উদ্ধার করেছেন। যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি।

উদ্ধার কর্মীদের মতে, ভূমিধসের পর থেকেই রাতভর উদ্ধার অভিযান চালানো হয়েছে। নিখোঁজদের সন্ধানে যা এখনো অব্যাহত আছে। যে কারণে এই নিহতের সংখ্যা সামনে আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত