নতুন প্রেসিডেন্ট পেল আর্জেন্টিনা

প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৯, ১২:২৯

সাহস ডেস্ক

চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেই অনুষ্ঠিত নির্বাচনে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার জনগন নির্বাচিত করেছে দেশটির মধ্য-বামপন্থি নেতা আলবার্তো ফার্নান্দেজকে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ৪৫ শতাংশের বেশী ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন বিরোধী দলীয় নেতা আলবার্তো ফার্নান্দেজ।

৯০ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায়, ফার্নান্দেজ পেয়েছেন ৪৭ দশমিক ৭৯ শতাংশ ভোট। অন্যদিকে, ম্যাক্রি ভোট পেয়েছেন ৪০ দশমিক ৭১ শতাংশ। দেশটির নির্বাচনের নিয়ম অনু্যায়ী জয়লাভ করতে হলে একটি দলকে অন্তত ৪৫ শতাংশ ভোট কিংবা ৪০ শতাংশ ভোট পেলেও নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় এগিয়ে থাকতে হবে ১০ শতাংশ ভোটে। 

চলমান অর্থনৈতিক সংকটে মোকাবিলায় প্রার্থীদের কর্মপরিকল্পনা কেমন তার উপর জোর দিয়েই ভোটাররা ভোত প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশটির বর্তমান সংকট প্রায় এক তৃতীয়াংশ মানুষকে দারিদ্রতার দিকে ঠেলে দিচ্ছে।

নির্বাচনে জয়ী নেতাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন পরাজিত প্রার্থী প্রেসিডেন্ট মৌরিসিও ম্যাক্রি। 

এদিকে ফার্নান্দেজের জয়ে আন্নদ প্রকাশ করেছে তার দলের সমর্থকেরা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত