যুক্তরাজ্যে নিহত ৩৯ জনই চীনের নাগরিক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৯, ১২:০৯

সাহস ডেস্ক

যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব কাউন্টি এসেক্সে একটি লরির কন্টেইনার থেকে ৩৯ জনের যে মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তারা সবাই চীনের নাগরিক বলে জানিয়েছে ব্রিটেনের গণমাধ্যম।

এসেক্স পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৮ জন প্রাপ্ত বয়স্ক, একজন টিনেজার।মৃতদেহ ফেলার জন্য ওই লরিটি বুধবার নিরাপদ স্থান খুঁজছিল।

পুলিশ আরও জানায়, লাশবাহী কন্টেইনারটি বেলজিয়ামের জিবার্গ থেকে টেমস নদী হয়ে লন্ডনের পুরফিট বন্দরে আসে। সেখান থেকে কন্টেইনারসহ লরিটি স্থানীয় সময় রাত ১টার দিকে অ্যাসেক্সের উদ্দেশ্যে ছেড়ে যায়।

সন্দেহভাজন ২৫ বছর বয়সী লরিচালককে নর্দান আয়ারল্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় সংঘবদ্ধ অপরাধী চক্র কাজ করছে বলে তারা ধারণা করছেন।

এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০০০ সালে ইংল্যান্ডের ডোভারে একটি লরিতে ৫৮ চীনা শরণার্থীর মৃতদেহ পাওয়া গিয়েছিল। ২০১৫ সালে অস্ট্রিয়ার একটি সড়কে পরিত্যক্ত একটি লরির ভেতর ৭১ টি মৃতদেহ পাওয়া গিয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত