পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কাশ্মীর

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৯, ১৪:৩০

দুই মাসের নিষেধাজ্ঞার পর আবারও পর্যটকদের জন্য জম্মু-কাশ্মীর উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ৬৪ দিন পর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।

এর আগে গত সোমবার প্রশাসনিক বৈঠকের পর পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারটি সিদ্ধান্ত হয়েছিল বলে জানিয়েছিলেন রাজ্যপাল সত্যপাল সিংহ। ৯ অক্টোবর ইস্যু করা এক আদেশে বলা হয়েছে, যারা জম্মু-কাশ্মীরে ভ্রমণ করতে চাইছেন, তাদের প্রয়োজনীয় সাহায্য ও আনুষঙ্গিক সহযোগিতা করা হবে।

রাজ্য হিসেবে মর্যাদা উঠিয়ে নেওয়ার পর জম্মু ও কাশ্মীর থেকে পর্যটকদের বলা হয় উপত্যকা খালি করে দিতে বলা হয়। সেই সময়ে জঙ্গি হামলার আশংকার কথা বিবেচনায় এনে স্থগিত করা হয় অমরনাথ যাত্রাও। তখন ২০ থেকে ২৫ হাজার পর্যটক, পুণ্যার্থী, শ্রমিক ও শিক্ষার্থী রাজ্যটি ছেড়ে যান। এরপরই সংবিধান থেকে বাতিল করা হয় ৩৭০ ধারা। উপত্যকায় বাতিল হয় টেলিফোন, ইন্টারনেট পরিষেবা। আটক করা হয় কাশ্মীরের বহু নেতা কর্মীকে। 

তবে বেশ কিছুদিন যাবৎ কাশ্মীর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো জম্মু-কাশ্মীর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত