‘কাশ্মীর ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়া নীরব রয়েছে’

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৭

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘যদি আজকে ইহুদিরা এমন অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করতো, তাহলে কি বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়া এমনই হতো? যেমন তারা কাশ্মীর ইস্যুতে নীরব রয়েছেন।’

২৫ সেপ্টেম্বর (বুধবার) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে কাশ্মীর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন ইমরান খান। একইসঙ্গে কারফিউ প্রত্যাহারের পর কাশ্মীরে গণহত্যারও আশঙ্কা প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী।

ইমরান খান বলেন, ‘গত ৫১ দিন ধরে ৮০ লাখ কাশ্মীরিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ৯ লাখের বেশি সেনা মোতায়েন করা হয়েছে উপত্যকাটিতে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি অবশ্যই নজরে নিতে হবে।’

তিনি বলেন, ‘আমি জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মীর ইস্যুটি নিয়েই লড়ার জন্য এসেছি। উপত্যকাটিতে ভারত সরকারের নির্মম অত্যাচারের বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। কারণ বিগত ৭০ বছর যাবত তারা ভারত সরকারের হাতে নিপীড়িত হয়ে আসছে।’

পাক প্রধানমন্ত্রী বলেন, ‘কাশ্মীর ইস্যুটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিরোধপূর্ণ বিষয়। গণভোটের মাধ্যমে কাশ্মীরিদের নিজেদের অধিকার বেছে নেয়ার কথা ছিল। কিন্তু গত ৭০ বছর যাবত তাদের এ অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে।’

ইমরান খান আরো বলেন, ‘ভারতের উগ্রপন্থী সরকারের হাতে কাশ্মীরে ভয়ঙ্কর কিছু ঘটার আগেই আন্তর্জাতিক সম্প্রদায়ের এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।’

সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ও জাতিসংঘে নিয়োজিত পাকিস্তানের স্থায়ী দূত মালিহা লোদিও উপস্থিত ছিলেন।

খবর- ডন ও এক্সপ্রেস ট্রিবিউন উর্দূ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত