যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লাঞিত বাবুল

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:১০

ভারতের কেন্দ্রীয় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লাঞনার স্বীকার হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে লাঞনার স্বীকার হন তিনি। সে সময় তার সাথে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিতা পালও।

জানা যায়, বিজেপি'র ছাত্র সংগঠন 'অখিল ভারত বিদ্যার্থী পরিষদ' আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েন বাবুল। 

অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি বাধা প্রাপ্ত হন অনুষ্ঠানের ফটকেই। এ সময় বিক্ষোভকারীরা 'গো ব্যাক বাবুল সুপ্রিয়' স্লোগান দিতে থাকে। এ সময় তারা বাবুল সুপ্রিয়কে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন। বাবুল সুপ্রিয়'র সাথে নিরাপত্তা রক্ষীরা থাকলেও পরিস্থিতি উত্তপ্ত হলে বিক্ষুব্ধরা বাবুল সুপ্রিয়কে চড়-থাপ্পড় মারেন ও তার শার্ট ছিঁড়ে ফেলেন।

পরিস্থিতি বেগতিক দেখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেখানে এলেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি। তখন শিক্ষার্থীরা দাবি তোলেন, রবর্তী সময়ে বিজেপি বা তাদের কোনোও অঙ্গসংগঠনকে এই বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না—এই মর্মে উপচার্যাকে ঘোষণা দিতে হবে।

ঘটনা আরও খারাপ হলে দুই পক্ষের হাতাহাতিতে আহত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় দু'জন শিক্ষার্থীও আহত হয়। পরে উপাচার্যসহ ওই দুই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত