প্রথমবারের ম্যালেরিয়া ভ্যাকসিনের ব্যবহার শুরু

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৯

মশার কামড়ে প্রাণঘাতী ম্যালেরিয়া রোগে প্রতি বছর মারা যায় ৪ লাখেরও বেশি মানুষ। এই রোগ থেকে মুক্তি দিতে প্রথমবারের মত শুরু হচ্ছে ভ্যাকসিনের ব্যবহার।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে কেনিয়ার বিভিন্ন স্থানে এই ভ্যাকসিনের মাধ্যমে সেবা প্রদান শুরু হবে। তথ্যটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি।

প্রায় ৩০ বছর গবেষণার পর বর্তমান ভ্যাকসিনটি ব্যবহার করার উপযোগী করা হয়। আগামী তিন বছরে ৩ লাখ শিশুকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। দুই বছর পূর্ণ হওয়ার আগেই শিশুকে ৪ ডোজে দিতে হবে ম্যালেরিয়ার এই ভ্যাকসিন।

বিজ্ঞানীদের ধারণা, ম্যালেরিয়ার নতুন ভ্যাকসিনের ব্যবহার মারাত্মক ম্যালেরিয়ার প্রকোপ এক-তৃতীয়াংশে কমিয়ে আনবে। পৃথিবীর অন্যতম ভয়াবহ ও পুরনো এই রোগটিকে মোকাবিলা করতে নতুন ভ্যাকসিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে গবেষকদের ধারণা।

প্রাথমিকভাবে প্রতি দশজন শিশুর মধ্যে চারজন ভ্যাকসিন গ্রহণে সুবিধা পায় বলে পাইলট পর্যায়ে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত