আসামে যেতে পারবেন না কোনো বিদেশি সাংবাদিক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:২২

অবাধে আসামে যেতে পারবেন না কোনো বিদেশি সাংবাদিক। এমন নির্দেশনা এসেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

আসামে যেতে হলে বিদেশি সাংবাদিকদের লাগবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি। পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দেওয়ার আগে কথা বলবে স্বরাষ্ট্র মন্তণালয়ের সাথে। গ্রিন সিগন্যাল মিললেই কোনো বিদেশি সাংবাদিক পা দিতে পারবেন আসামে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ভারতে রয়েছেন অথবা নেই এমন যেকোনো বিদেশি সাংবাদিককে আসামে যেতে হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগাম অনুমতি নিতে হবে। প্রয়োজনীয় সেই অনুমতি দেওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘরোয়াভাবে কথা বলবে।

তবে এই কর্মকর্তা জানান, আসামকে কোনো সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়নি। কিন্তু আসামের একটি ইংরেজি দৈনিকে বলা হয়েছে, এনআরসি প্রকাশের পর থেকেই আসামকে সংরক্ষিত এলাকার আওতায় আনা হয়েছে। বিদেশি সাংবাদিকদের রাজ্য থেকে বের করে দেওয়া হচ্ছে। এমনকি এপি'র এক সাংবাদিককে এয়ারপোর্ট পর্যন্ত পৌছে দেওয়ার কথাও জানিয়েছে পত্রিকাটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত