রাজস্থানে ১৪৪ ধারা জারি

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৯, ১৮:০৯

রাজস্থানে হিন্দু-মুসলিমদের মধ্যে সৃষ্ট সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা রাজ্যে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

২৫ আগস্ট (রবিবার) রাজ্যের মাধোপুর জেলার গঙ্গাপুর শহরে জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের র‍্যালিতে সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা যায়, বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গঙ্গাপুর শহরে র‍্যালিটি বেড় করেন স্থানীয় হিন্দুত্ববাদী নেতারা। পরে মিছিলটি পার্শ্ববর্তী জামে মসজিদ প্রাঙ্গণে পৌঁছালে সেখানে অবস্থানরত মুসলিমরা তাদের বিপরীতে স্লোগান দিতে থাকেন। এতে পরিস্থিতি খারাপের দিকে গেলে সুমিত নামে ২৫ বছর বয়সী যুবকের মৃত্যু হয়।

পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনতে সিআরপিসি এরই মধ্যে গোটা রাজ্যে ১৪৪ ধারা জারি করেছে। তাছাড়া অঞ্চলটিতে একসঙ্গে চারজনের বেশি লোকের সমাবেশ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত