প্রেসিডেন্ট ট্রাম্পের ডেনমার্ক সফর বাতিল

প্রকাশ : ২২ আগস্ট ২০১৯, ১২:০০

ডেনমার্ক সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রীনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করতে রাজী নন, ডেনমার্কের প্রধানমন্ত্রীর এমন জবাবের পরই সফর বাতিল করেন ট্রাম্প।

ডেনমার্কের রাণীর আমন্ত্রণে আগামী ২ সেপ্টম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের দেশটিতে সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার সফর বাতিল করা হয়েছে বলে নিশ্চত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

যুক্তরাষ্ট্র স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল গ্রিনল্যান্ড কিনতে আগ্রহী বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ট্রাম্প।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেডে ফ্রেডরিকসেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রস্তাবকে 'আজব' বলে বর্ণনা করেন।

ট্রাম্প এক টুইটে ঘোষণা করেন যে তিনি আর ডেনমার্ক সফরে যেতে চান না। কারণ ডেনমার্কের প্রধানমন্ত্রী গ্রীনল্যান্ড কেনার প্রস্তাব নিয়ে কথা বলতে কোন আগ্রহ দেখাচ্ছেন না।

ড্যানিশ প্রধানমন্ত্রী বলেন, এই সফর বাতিলের সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের অবনতি ঘটাবে না। ট্রাম্পকে অতিথি হিসেবে বরণ করতে তাঁর দেশ পুরোপুরি প্রস্তুতি নিয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত