ওয়াইফাই সেবা পেতে রেলস্টেশনে শিক্ষার্থীদের ভিড়

প্রকাশ : ২১ আগস্ট ২০১৯, ১২:৫১

কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে বন্ধ রয়েছে ইন্টারনেটসহ সকল মোবাইল সেবা। নিরাপত্তার কারণ দেখিয়ে কয়েক সপ্তাহ ধরে ইন্টারনেট বন্ধ রেখেছে ভারত সরকার।

উপত্যকায় ইন্টারনেট বন্ধ হলেও বেশ কিছু স্টেশনে রয়েছে রেলের বিনা মূল্যে ওয়াই-ফাই পরিষেবা।

এদিকে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সিলেবাসের ভিতরে-বাইরের যে কোনো তথ্যের জন্য ইন্টারনেট প্রয়োজন। কিন্তু কাশ্মীরে গত ৫ আগস্ট থেকেই বন্ধ ইন্টারনেট সেবা।

তবে রেলস্টেশনে ৩০ মিনিট পর্যন্ত বিনা মূল্যে পরিষেবা পাওয়া সম্ভব। সেই ওয়াই-ফাই এখন সম্বল উপত্যকার ছাত্রদের। জম্মুর রেলস্টেশনের ওয়াই-ফাইকেই ব্যবহার করেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন উপত্যকার ছাত্ররা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত