রাশিয়ায় ফের নতুন নিষেধাজ্ঞা

প্রকাশ : ০৩ আগস্ট ২০১৯, ১৪:২৮

রাশিয়ার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আরেকটি নিষেধাজ্ঞা আরোপ করেছে।

২০১৮ সালে যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে বিষাক্ত রাসায়নিক এজেন্ট প্রয়োগ করে হত্যা চেষ্টার ঘটনার জেরে নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে বর্তমানে তারা দু'জনেই সুস্থ আছেন।

তবে ওই হামলার ঘটনা পুরোপুরি অস্বীকার করে আসছে রাশিয়া। সাম্প্রতিক সময়ে মস্কোর ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

নতুন করে এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়াকে ঋণ দিতে পারবে না মার্কিন ব্যাংকগুলো। এছাড়াও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে মস্কোকে ঋণ সুবিধা দিতেও বাধা দেবে ওয়াশিংটন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত