পাকিস্তানে ৪০টি জঙ্গি সংগঠন ছিল

প্রকাশ : ২৪ জুলাই ২০১৯, ১৭:৪৬

গত ১৫ বছরে পাকিস্তানে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে জানায়নি দেশটিতে ৪০টি জঙ্গি সংগঠন সক্রিয় ছিল। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি আরো বলেন, আগের দুটি সরকারে এ ব্যাপারে আমেরিকাকে অন্ধকারে রেখেছে। তিন দিনের মার্কিন যুক্ররাষ্ট্র সফরের শেষে এ কথা বলেছেন ইমরান।

ইমরান বলেন, আমরা আমেরিকার সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ে রয়েছি। পাকিস্তানের কোনও ভূমিকাই ছিল না ৯/১১-তে। আল কায়দা আফগানিস্তানে ছিল। কোনও তালিবান জঙ্গি পাকিস্তানে ছিল না। কিন্তু তাও আমরা আমেরিকার লড়াইয়ে যোগ দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত, যখন ভুল হয়ে যায়, এক্ষেত্রে আমি আমার সরকারকে দায়ী করব, আমরা আমেরিকাকে সেই সত্যিটা বলিনি এই বিষয়ে।

ইমরানের দাবি, তিনি আমেরিকার কাছে পরিষ্কার করে দিয়েছেন, আগামী দিনে কীভাবে এগোতে চায় পাকিস্তান। পাকিস্তানের শান্তি প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপ তিনি আমেরিকাকে জানাবেন।

দু দেশের মধ্যে বিশ্বাসহীনতার পরিবেশ তৈরি হওয়াটা অতীব দুর্ভাগ্যজনক জানান ইমরান। আমরা আশা করছি এখন থেকে আমাদের সম্পর্ক সম্পূর্ণ অন্য রকম হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত