চীনা ছাত্রী হত্যাকারী মার্কিন শিক্ষার্থীর যাবজ্জীবন

প্রকাশ : ২০ জুলাই ২০১৯, ১২:২৯

যুক্তরাষ্ট্রে এক চীনা ছাত্রীকে অপহরণ ও হত্যার অপরাধে এক মার্কিন শিক্ষার্থীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত।

জানা যায়, ২০১৭ সালে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের চীনা শিক্ষার্থী জাং জিনজিয়াংকে অপহরণ করে তাকে বেসবলের ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করে ক্রিস্টেনসেন এবং তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলা হয়। আলাদা করা সেই অংশ আর খুঁজে পাওয়া যায়নি।

আসামি ব্রেন্ডট ক্রিস্টেনসেনকে মৃতুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একমত হতে পারেনি বিচারকদের জুরি বোর্ড। পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত। রায়ে ক্রিস্টেনসেনকে মৃতুদণ্ড না দেওয়ায় চীনজুড়ে সমালোচনার ঝড় উঠে।

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ জেমস শহিদ বলেন, ক্রিস্টেনসেনের এই নৃশংস হত্যাকাণ্ড বর্ণনা করার মতো না। তরে রায় অনুযায়ী তাকে কারাগার থেকে ছাড়া পাওয়ার সম্ভবনা নেই।

এদিকে জাংয়ের বাবা বঙ্গাও জাং গণমাধ্যমকে বলেন যে, জাংয়ের দেহাবশেষ ফিরে না পাওয়া পর্যন্ত তার পরিবার শান্তি পাবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত