পাখির জন্য দেড় মাস উপার্জন বন্ধ

প্রকাশ : ১৯ জুলাই ২০১৯, ১৬:০৮

তুরস্কের আসাগি কাভুদর শহরে এক ট্রাকচালক পাখির ডিম ফোটনোর সুযোগ দিয়ে টানা ৪৫ দিন নিজের রোজগার বন্ধ রেখেছিলেন।

জানা যায়, ঈদের ছুটির সময় ট্রাকটি বাড়ির আঙিনায় রেখেছিলেন বাহাতিন গুরসি নামের এই চালক। আর এই সময়েই ট্রাকের মধ্যে বাসা বাঁধে এক জোড়া পাখি। সেখানে কয়েকটি ডিমও পাড়ে তারা।

ইঞ্জিন কেবিনের পেছনে বাসাটি বানানোয় ট্রাক চালু করতে পারেননি ৪২ বছর বয়সী তুরস্কের ওই নাগরিক। একদিকে মানবিক হৃদয়ে পাখিটির প্রতি ভালোবাসা জেগে উঠেছিল অন্যদিকে নিজের আয় রোজগারের বিষয়টি।

পরবর্তীতে টানা ৪৫ অপেক্ষা করলেন বাহাতিন। ৪৫ দিন পর পাখিটির বাসায় তিনটি ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। এই সময়টাতে শিশুরা যেন ডিমগুলো নষ্ট না করতে পারে সে খেয়ালও রেখেছেন তিনি। এই দিনটির অপেক্ষাতেই তারা ছিলেন দীর্ঘ দেড় মাস।

এই ঘটনাটি স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। আর এতেই সারাদেশে প্রশংসায় ভাসছেন বাহাতিন নামের এ ট্রাক চালক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত